পুনর্বার
তোমার চিবুক ছোঁবো,
অরণ্যের অন্ধকার
রমণীর বল্কল বসন খুলে জ্যোৎস্নায়
তারস্বরে বলে আমি সন্ধ্যার পাপী
তোমার চোখের তৃষ্ণার নীচে
আকণ্ঠ উন্মাদ খুনী বৃষ্টির হল্লায়  
মদ্যশালায় আঙ্গুলের তমসায়
কোজাগরী ছুরি
তিরীক্ষু-মানুষ, আশ্বাসের নিয়ামক
অসংযত হৃদয়ের অক্লান্ত সুহৃদ
কোমল গান্ধারে নিটোল শরীর
পৌষের এক চিলতে রোদ!


আমার একাকীত্বের এক শতাংশ হাতে
ভালোবাসার কবিতা কোনোদিন কখনো লিখবো না!


কালিমা ছুঁয়ে পৃথিবীটা পুড়ে যাবে!
রাত্রির ঠোঁট ছুঁয়ে টের পাই
বিবিক্ত দেহের অঙ্গারে
লোভনীয় সঞ্চয়ের তীর
মেঘের আকাশ আলোর সূর্য
নিয়তির ঢেউ কাঁদে বালির বিবরে
শারীরিক স্রোতের উষ্ণতা
অন্য এক কামনা কেলিতে
ট্রয় হবে আমার কবিতা!
অস্তিত্ব পুড়ে যায় আগুনে
চারপাশে নিদারুন হতাশা!
সূর্যাস্তের স্মৃতিতে শুধু উজ্জ্বল মৃত্যু এবং
একটি পুড়ে যাওয়ার কীর্তিকলা!
- স্বপ্নময় স্বপন©