ঠোঁটে ঠোঁটে গহীন কথন
আগুনের দেহ চান্দের গেরন
পরানে পরান পোড়ে
অচিনা তোমার উঠান
পাথারে বিরান
বৃক্ষের পরান নিয়া পাথরে টক্কর
শান্তি নাই জলের কিনারে
কাঁচের বাসন মন
ভাঙ্গি খান খান  
সর্বাঙ্গে দুঃখ হাঁটে
বড়ই সুনসান
আমারে দিয়া দুখ
যে তুমি তালাশ করো
অন্য ঘরে সুখ
আল্লাহর কসম!
আতখা সাধ - হই কাঠ মিস্তিরি
এক টানে তোমারে ফাড়ি
তোমার নীল সুতায়
আমার কূলেরে বান্ধি!
-স্বপ্নময় স্বপন©