মেঘেরা জমাট বেঁধে চলেছে পাহাড়ের  চূড়ায়
অজস্র ইন্দ্রিয় নিয়ে বৃষ্টি কি আসবে
আসবে কি জল নূপুরের রিনিঝিনি ধারায়
পিপাসার কাঁটাতার বেয়ে বিদগ্ধ ধরায়
যেমন উর্বশী মেয়েরা আসে ক্ষুধার্ত তৃপ্তির ক্লান্তি নিবারনে
পাহাড়ের কাছে মেঘের প্রতিজ্ঞা ছিল ঝরে পড়ার সঘন গর্জনে
যেমনটা ছিল তোমার আমার বিষন্ন অন্ধকারের কাছে সাঁঝবেলায়
বৃষ্টির প্রতিজ্ঞা লেখা আছে মেঘের ভালোবাসায়
তোমারটা ছিল আমার নির্ভেজাল অভিমানী বিষণ্ণতায়  
একটা বয়স্ক দাঁত ভীষণ কষ্ট দেয় আজকাল বয়ঃবৃদ্বির ক্রমানয়তায়  
স্বপ্ন ও স্মৃতিরা সার বেঁধে দাঁড়ায় প্রতীক্ষায়  পাহাড়ের পাদপীঠে
বৃষ্টি আসবে কি ? ক্রমশঃ সময় গড়ায় শতাব্দীর খরাময় মাঠে।