হলুদ ক্ষেতের মাঝখানে
পড়ে আছে আমার কন্যা মৃতপ্রায়
পড়ে আছে ধর্মাক্রান্ত শোষণমূলক সমাজের প্রচ্ছদ হয়ে
না কল্পনা,না দুঃস্বপ্ন,পুরুষবাদী নৈতিকতার শিক্ষারূপে
পড়ে আছে অসাড়,শিলাবৃষ্টির লালবর্ণে আঁকা নীল চিত্রপট হয়ে
অথচ কি নির্বাক সমাজ, কি নির্বাক মানুষ
তবে কি এটাই মানব ধর্মের সত্যদৃশ্য?
নারী সম্পূর্ণ মানুষ – জানব কবে, কবে সরে যাবে দৃষ্টিবিভ্রম
ধূসরতার পটে সূর্যকে বৃষ্টি দিয়েআগামীকালের শুরুতেসবকিছু বদলে
যাবে
চোখের পাতার কচকচানি এখনও লাল
অকিঞ্চিৎকর আমি ভুলেই গিয়েছিলাম,এখন
প্রজননদেবীসিবিলির স্তন,উষ্ণ অভ্যন্তর বসন্তস্বচ্ছআধুনিকপ্রেমেরপদ্য
তাই এখনো আমার দেশের পতনোন্মুখ দেবদূতরা আমার শিশুকন্যার
উরুরভেতর ঢুকিয়ে দেয় নীলাভনখর,তারাঝরেপড়ে ফোটায়ফোটায়
পড়ে থাকেহলুদক্ষেতে পাখির কঙ্কালের মতো উড়ন্ত পাখির বদ্ধ ঠোঁটে
পড়ে থাকেআমারকন্যাহেলাফেলারসঙ্গে,আমারভালোবাসারঅনন্তচোখ
এখন এটাই আমার সমাজ, আমার রাষ্ট্রের বাস্তব দৃশ্য
আর তাই সময়ক্ষেপণ না করে
আমি নিষ্ঠার সঙ্গে শুরু করবো আমার মৃত্যু যাত্রা...
                                             -স্বপ্নময় স্বপন©