আহাম্মক!
শেখালি, -   ‘শকুন শিকারি পাখি।’
শেখালি না, - ‘মানুষ’ শিকারি পশু!’
আর কত জোড়াতালি
আর কত ছল চাতুরী!


ঘৃণার পারদ নিম্নচাপে
লাম্পট্যের ঝড় দাপটে
দ্রোহের জলে দাহকালে
কালের চাকা তাল মিলিয়ে
নাও ভাসালে রক্ত-ঘামে
কাঙালপনায় দীর্ঘশ্বাসে


               শায়িত কঙ্কালসার মানুষ শুকুনের ধূলিময় প্লেটে
               তবুও কিছু মানুষ স্নান সারে এঁটো মুরগীর টুকরাতে
  
কিছু কিছু মৌলিক বিষয় দুর্বোধ্য
বিশ্বাসের ব্যর্থতায়
পৃথিবীর সমীকরন            
ঝড়ে উড়ে যায়
কবিতা আজ টি-শার্টে ঝুলে!
              
   খাঁ খাঁ নীল বুভুক্ষ ভূমিতে দীর্ঘতর হচ্ছে পরস্পর পরস্পরের ব্যবধান!


রক্তের প্রথম তাণ্ডব
ছায়ায় ছায়ায় দীর্ঘ হবে
পূর্নিমা বা অমাবস্যায়!    


প্রেমময় আলো্কে জ্বলে না প্রভাস
বিশ্বাসহীনতায় বিশ্বাসের বিশ্বস্ত নিবাস!

      বিনম্র বিড়ালের মতো শুয়ে জলদাস জলের দাসত্ব স্বীকার করেনা!
                                                         -স্বপ্নময় স্বপন©