মৃত্যু ফিরে যাবে যদি জলের সংকেত জানি!


শব্দের সাথে দিঘির কপাল : মীনের বন্ধ্যাকাল
শহুরে শরীর : পায়ের কৌশলে বৈদিক চুমুকাল!


চিরবন্ধ্যা জলতৃষ্ণা : জলের ঠোঁটে বঞ্চিত স্তন
শ্যাওলা ছোঁয়া গলিত আলিঙ্গন!
পুনঃ শুরু...


ফালগুন মানচিত্রে বসন্ত পতাকা আমার যৌবন!


লবণাক্তই ঠোঁট : জল চুম্বন


হৃদস্পন্দনের দীর্ঘসূত্রিতা
পাচ্য ভগ্নাংশের বিচ্ছিন্নতা
মৃত্যুই জন্ম!
মৃত্যু, কান্না নয়!


যে যার ভূমিতে দূরে দূরে ... গলিত আগ্রহে লবণও জ্যোৎস্না যাচে!


আলোকিত বর্নপাত...
কিছু মৃত্যু...
  
যে কোন এক জন্মের উচ্চাকাঙ্খায়!


পড়ন্ত শতাব্দীর কবিতায়
শ্রমে ঘামে ভিজে
প্রতিনিয়ত অপমানিত
মাটি  
রন্ধ্রে রন্ধ্রে পরাজয়
সমবায়ী শূন্যতা
ধ্বংসহীনতা


অবশেষে দিব্যজ্ঞানঃপারস্পরিক ঘৃণা ও বিস্মৃতি!


তিনটি জলস্রোত থেকে জন্ম নেবে সবুজ প্রতীক!
আহ্, চন্দ্রাহতের উন্মত্ত চুম্বন
আকাশের উর্ধ্বাঙ্গবসন
অধোগামী রৌদ্রজ্জ্বল গম্বুজ!


প্রেমাতুর ক্ষয়িষ্ণু চাঁদের নিচে কী অসভ্য সুন্দর স্থান!


উদ্বাস্তু উনমূল মোক্ষ
অনন্ত নক্ষত্র
অব্যক্ত হাহাকার


দ্বিধার পৃথিবী : আশ্চর্য দিন!  অবশ্যম্ভাবীরূপেই, বেঁচে থাকবো!


দেখতে পাবে
আসন্ন
তারুণ্য আর তৃষ্ণা
পৃথিবী : সীমান্তরেখা!
-স্বপ্নময় স্বপন©