সৌন্দর্যের সত্ত্বা
মহিমান্বিত পৃথিবী থেকে আসে না,
মধ্যরাতের জলে চাঁদের সুরতান
অস্থির স্বপ্ন আনে,
শূন্য দেয়ালের খসড়া জাদুঘরে
প্রতিধ্বনি তোলে
প্রজ্ঞাময় সৌন্দর্যের গান।


বিচিত্র পৃথিবীর অস্থির ডানায়
লেগে থাকে নিষ্ফল কান্নার
দীর্ঘশ্বাস।


সূর্যালোকিত ভূ- নিসর্গে-
নিভে আসা প্রদীপের অন্ধকার!
বাড়ে আর কমে
জীবন আর ভয়, অন্ধকারময়!


আবেগের মধুমঙ্গল
জ্যোৎস্নাচুম্বনে কাঁপে
পৃথ্বি রোদের আলিঙ্গন


অদৃশ্য ইঙ্গিত একক আত্মায়!


আকাশের ঠোঁটে বিক্ষুব্ধ জীবন
অগণিত মানুষের পদছুঁয়ে
রৌদ্রহীন


ভূগর্ভের অন্তরালে গভীর নীরবতায়!


দেহহীন অর্ধ ডুবন্ত মুখমন্ডল আর
স্যাঁতস্যাঁতে আত্মা
একই পথচারী হয়ে
সমস্ত দিনের শেষে
আধ মড়া পৃথ্বীর কণ্ঠস্বরে


হাঁটছে একা আহা! রাত্রির সর্বশেষ প্রহরে !
-স্বপ্নময় স্বপন©