পঙ্কালয়ে পাতো হাত
অবিরাম দীর্ঘশ্বাস
ধুপানলে পাঁজর-ভাজে
চিন্ময় চিবুকে বিপন্ন মরাল
চঞ্চল বাঁশীর নাদ
দূর্বাঘাসে শিশিরপাত
শেষে নিঃশেষে বৈশাখী তান্ডব
চিন্ময় ঘ্রানের পবক
মাদৃশ জেগে থাকি আমি
প্রতীপ লহরা তবক
কুড়াই প্রহরব্যেপে
কনিষ্ট আঙুলে দুঃখের সকল চুম্বন
আলোর শূণ্যস্থান অন্ধকারে পূরণ
প্রতিধ্বনি প্রতিচ্ছবি অদ্ভুত প্রণয়
হাড়ের ভেতর মসলাবাটা নিথর দুপুর  
কোষের ভেতর কী তুখোড় প্রলয়!
- স্বপ্নময় স্বপন©