ফুসফুসে স্ফুলিঙ্গ
চোখে নিঃশ্বাস
মুখ ভরে থাকে আলোতে
সঙ্গে থাকে বাড়ন্ত ছায়ারা!


প্রতিটি মানুষ সে রকম হতে পারে!


আগুনধরা চুল দুই বাহুতে পথের ধুলাবালি
মুখমণ্ডল থেকে আলোর বিচ্ছুরণ
সঙ্গে থাকে ভেঙেপড়া শব্দরা!


প্রতিটি মানুষ শব্দের জন্ম দিতে পারে!


একটি সূর্যাস্তের মৃত্যু ছায়ার ভালোবাসা
মোলায়েম আকাশ স্ফুলিঙ্গে সম্পূর্ণ প্রকাশিত
শরীরে শরীর বিপুল নিঃশ্বাস স্পন্দিত বিলাসী চুম্বন!


প্রতিটি মানুষ সে রকম হতে পারে!


স্মৃতির ভেতরে হেঁটে কণ্ঠস্বর বৃষ্টি হয়ে ঝরে
একে অপরকে পেয়ে ভেঙেপড়া ঢেউ
পরস্পর পরস্পরের সারা জীবনের সমান
এক  দীর্ঘ বিকেল!


প্রতিটি মানুষ খুলে দিতে পারে শব্দ সব নিজস্ব স্মৃতিতে!


নিজের মৃত্যুর ভিতর জীবিতের পক্ষে
একা কথা বলে
নিজেদের ভেতরে মগ্ন জীবন
ভাসিয়ে রাখে বিপুল স্রোতে
একে অপরকে না দেখে
একে অপরকে না চিনে!


প্রতিটি মানুষ সে রকম হতে পারে!


ভাঙনের সেই লগ্ন থেকে
খুলতে থাকে,খুলতে থাকে
সময়ের ভেতরে ক্ষিপ্র মেঘে
ঘুরপাক খেতে খেতে
ভেসে ভেসে জীবনের প্রবহে!


প্রতিটি মানুষ সঁপে দিতে পারে নিজেকে এক অফুরন্ত বিকেলে!


প্রতিটি মানুষ সে রকম হতে পারে!
প্রতিটি মানুষ শব্দের জন্ম দিতে পারে!
-স্বপ্নময় স্বপন©