মধ্যরাত একাকী মধ্যমা
লম্বের বিলম্বে
বিষাদময় বিষমবাহুর
সামান্তরিক হাঁটতে হাঁটতে
দু ভাগ হয়ে শুয়ে পড়ে!
বৃত্ত জানে না কেন্দ্রের পরিধি
চিরায়ত আয়তক্ষেত্র বরাবর
বিন্দু টেনে চলে
দুঃখভারাক্রান্ত বক্র রেখা
ইউক্লীড ফ্রয়েডের
যুগপৎ জ্যমিতিক দর্শনের
ধ্রুপদী চারিত্রে
পুষ্পগুচ্ছ,রাত,চাঁদ
অন্ধের শরীরে গড়িয়ে
কল্পনাদূর ইন্দ্রজাল পানপাত্রে ঢেলে
স্পন্দিত উদ্যান,বিমুক্ত আকাশ,ঘূর্ণায়মান বিশ্ব
নির্মাণে নিবিষ্ট থাকে
সম্মিলিত ছায়াপথ
ঝলকে ওঠা আকাশের নিজস্ব ছায়া
ধোঁয়ার গর্জনে ঝুলে থাকে
অন্ধকার পাথরের লেবুঘ্রাণে
বুড়ো দেয়ালের চিৎকার উন্মোচন করে
স্বর্ণতন্তু থেকে উঠে-আসা বিকারহীন
ধ্বংসের যোগফল
তুমি ভবিষ্যৎ মাপো
ভবিষ্যৎ কি গভীর?
কতটা গভীর-বৃত্ত কেন্দ্র তল
গভীরতার সাথে সম্পর্কিত কি না?
পুষ্পগুচ্ছ, রাত, চাঁদ
তোমার গভীরতা মাপতে পারিনা!
-স্বপ্নময় স্বপন©