রক্তের প্রবাল দিব্য উদ্ভাসিত
নির্বাক নিবিড় বিন্যাসে
মসৃণ কবজা ঘষামাজায়
জেল্লাদার মাংস কঠোর সংযমী!


বাতাস বেঁচে থাকে
যতির পাল্টা-স্রোতে
নৈঃশব্দের ঘূর্ণিপাকে
অপেক্ষমাণ!


একরত্তি আশা
সমুদ্রের নুড়ির মতো
প্রেমহীন পৃথিবীতে
বিষণ্ণ মহাকাশ জুড়ে
বন্ধুর কিন্তু
কী দারুণ দীপ্তিমান!


নাড়ির স্পন্দন
হাতের তালুতে জীবন খোঁজে
পারস্পরিক সংঘর্ষের
চিহ্নিত রক্তাভায়!


বিভ্রান্ত চাঁদ চায়
হিম অন্ধকারের বৃত্তময়তায়
আলোকিত একটি নির্দিষ্ট হৃদয়!


রক্তপাতের বিপরীতে হেঁটে
অথচ বৃষ্টির মধ্যে তালধ্বজ জীবনচারিতায় অনর্গল রাত্রিযাপন!
-স্বপ্নময় স্বপন©