স্থিরতায় অনন্ত সাঁতার
আঙুল জুড়ে প্রেম ও সংসার
স্বত্ত্বার মিলিত প্রশ্বাসে জমে পলি
নিষ্পাপ চোখে অচেনা ঘোর
পরস্পরের মোহে অচেনা স্বাক্ষর
জলের মতো শরীরে জড়ানো শেকড়
আঁকড়ে নেই ভূমিতল
বিরহী ফুলের দেহ হাড়ে ব্যথা!
আকাঙ্ক্ষার উৎসব মগ্ন রক্ত ও ঋণে
স্বত্ত্বার গহীনে খাঁচার অধীনতা
মানুষেরও শেকড়ও থাকে
আছে আত্না আছে প্রাণ!
শরীরের স্পর্শতায় সমুদ্রমুখ শেকড়
ভেসে গেছে বানে; অচেনা কোলাহলে
রাতের ঠোঁটে ঠোঁট রেখে
সহজাত মৌতাতে আত্মদহন!
ডোবার জলে তুখোড় মায়া বন্ধন
শেকড় সংসারে শেকড় ঘুমিয়ে
অতীতের বিছানায় নিদ্রাতুর চেতনে
পায়ের তলা থেকে বহুদুরে
বিবর্ণ রোদ ঘিরে নোনাজল
ভাষাবৃক্ষে মাটির টান
বৃষকাঠ মৌনতাপ শূণ্য শ্মশান!
বটবৃক্ষের শেকড় সন্ধান
রাজনীতি সম্ভোগ।
অর্থের বেড়া ঘেরা সুখযোগ
প্রত্যাশা প্রাপ্তির বিস্তর ফারাক
বৃত্তটা আধখানা উল্টো পিঠে হাঁটা
দলগত চিহ্নভেদে স্তব্ধ চেনা হাত
রক্ত-রস ক্লান্ত মানুষ খোঁজে ঘুম ভরা রাত!  
শেকড় শুদ্ধ যেদিন উপড়ে ফেলা যাবে
তখন না হয় জানা হবে
শেকড়ের টান!
-স্বপ্নময় স্বপন©