শুদ্ধস্বর শূন্যময়
উড়লেই ওড়া যায় না
ওড়া  শিখতে হয়
হাঁটলেই হাঁটা যায় না
দাঁড়াতে শিখতে হয়!


বৃক্ষে বৃক্ষে ডানাহীন পাখি
কামনার্ত অমাবস্যার রাত্রিপাতে
হুতোম পেচাঁদের দখলে ধমনী
দূর  দূর নয়;নিকট নিকটে নয়
তবুও আমি তোর  নিরাময়!


মৃত্তিকার গন্ধ পেতে
নৈকট্য লাগে না
আঙুলে আঙুলে
নখাগ্রের ইঙ্গিতে
পড়ে নেয়া যায় আরেক দেহের
আদ্যোপান্ত হুবহু বর্ণনা!


ডুবে আছি অন্ধকারে
মেঘ বলে চৈত্রে যাবো
কানাভাগ্যের পরমায়ু নিয়ে
শোষিতের মুক্তির উল্লাস
কি করে চাইবো!


ঠোঁটে ঠোঁটে
নবম আস্তানায়
গোপন নিজস্ব স্বর
জলকাব্যের শূন্য পাঠে!


ওড়ে ঘুম  ওড়ে গাঙচিল
কার্তিকের কুয়াশা জলের আঙুলে
নুয়ে ক্রমাগত বর্ণিল!
- স্বপ্নময় স্বপন©