আমি, রক্তবর্ণ এক অক্ষর!
হৃদপিণ্ড ধরে নিরন্তর হেঁটে যাই
বাংলার বোধের ভিতর
যুগে যুগে
উড়ন্ত ধূলিতে!


            এই পৃথিবী-গ্রামে নদীগুলো সব রক্তবর্ণ
            জন্মোপার থেকে বিষণ্ন সমাবেশ
            প্রতিদিন প্রতিক্ষণ চরিত্র বিবন্টনে
            রঙের ছোঁড়াছুঁড়ি
            দেয়ালেরা সাক্ষী!


বিদঘুটে আন্তঃঅন্ধকারে জোড়াতালিতে
জড়োসড়ো অজানা সীমিত সময়
ঘুণে ধরা মানব কাঠের বেদী!


           একা পাখি বসে আছে,
           নদীর ওপারে যারা ছিল ভিটেমাটি ছেড়ে সীমান্ত ডিঙিয়ে
           আকাশের নিচে
           তারা সব পাখি হয়ে গ্যাছে...

বোধের গহীন জলে
কবিতা ও ভেষজ
বৃক্ষ ও হাতির পালক
গোঙ্গায় গোঙ্গায়...


           কবিতারাও চিরকালের শরণার্থী এখন
           দূর্গন্ধময় উচ্ছিষ্টে আবক্ষ ডুব দিয়ে
           গোগ্রাসে গেলে গেলাস গেলাস অন্ধকার!  


কিশোরীর বৈকালী হাসিময় যৌবন উদ্ভাসিত করবে
যে স্বপ্নধর বালকেরা-তারা আজ তেলাপোকা পাখী!


          ভূমির চেয়ে নিরাপদ ভাসমান যান!
          দেশ আজ হাঙ্গরের মুখ-হাভাতে হা করা!
          ক্ষমতা বধির, গৃহী সব ঘর ছাড়া!


  ব্যয়সাপেক্ষ মানচিত্র ছেঁড়ে
  মানুষের একমাত্র মৌলিক অধিকার!    
  - স্বপ্নময় স্বপন©