সন্ধ্যার বাতাসে উড়ে যায় সন্ধ্যা
নিশ্চুপ অশ্বথ তলে করুণ বিষাদে
গিরগিটির শিরায় শিরায় রক্তের ভাঙন
স্নায়ুকোষে নিঃশব্দ আস্ফালন
শব্দের বিনুনিতে দুঃখবিলাস!
নিমরাত্রি - সন্ধ্যা বলি
সন্ধ্যা ঘনায়, সন্ধ্যা নামে
প্রবল ইচ্ছার পোড়া গন্ধে
বিষাদের অনাকাঙ্ক্ষিত অশ্রুপাত
সবুজ অরণ্যে অস্ফুট গোঙানি!
দুঃসহ শূন্যতায় অভিমানী স্বচ্ছ জল
নীলাভ জোৎস্না স্বদর্পে নীল
বিস্মিত আকাশ গোঙ্গায়
নক্ষত্রের মেলায় বড়ই অযত্নে
চুপিচুপি সন্ধ্যা নামে হলুদ সন্ধ্যার চোখের জলে
জ্বলন্ত সিগারেট হাতে বহু রঙের সন্ধ্যা মাতে
গোধূলী সন্ধ্যার সন্ধ্যাময়  ঠোঁটে
সান্ধ্যসময় সন্ধ্যা সমভিব্যহারে
মানুষের মতো আরেকটা মানুষ
নারীর মধ্যে আরেক নারী
সন্ধ্যার মাঝে অন্য এক সন্ধ্যা
স্বয়ং সন্ধ্যার ক্যামফ্লেজে
পরস্পর অপেক্ষায়
ভেজা খণ্ড সময়
চন্দ্রাহত সন্ধ্যার দুর্বোধ্য ঘৃণায়
ক্ষণজন্মা সন্ধ্যা
অলস বেলায় কলস খুঁজে
গোধূলীর রঙে সুরেলা সরণে হাঁটতে থাকে
কাল্পনিক দিগন্তের দিকে!
উৎসর্গের সন্ধ্যায় সন্ধ্যা হব আজ
তীব্র বাসনায় সুশীতল সন্ধ্যা সন্ধানে
শ্বাপদ অরণ্যে সান্ধ্য যুপকাষ্ঠে
নামে সন্ধ্যা পৃথিবীর পরে!
-স্বপ্নময় স্বপন©