দীর্ঘকাল পরে পুনরায়
পাঠের সময় অভিভূত প্রত্যাশায়
বিরহব্যথা ভালো
শাশ্বত ফুলের মতো অনূড়া যুবতীগণ
বিদায় দেবার বহু পরে পুনরায়
আকাশের অভিমুখী উন্মুখ
বিচ্ছুরিত আলো
অঙ্গুরীয় নীল পাথরে সুখক্রমে
জ্বলে যায় পিপাসার বেগে
দীর্ঘ ক্লান্তশ্বাসে
দেহহীন চূর্ণ-বিচূর্ণ ভ্রকুটি
দৃশ্যায়িত করে তামাসার চিহ্নলেখ!


অনন্তের ফাঁদে পরিভ্রমণ করেছি
এক পরিব্রাজক শবের সাথে
কী উৎফুল্ল আশায় প্রাচীন দেশে
রাত্রির মাছির মতো উড়ে গেছি
সম্মিলিত চায়ের নিপাট ভাবনায়
পান্থশালা থেকে নেশার গারদ ভেঙে
উড়ে যাবার সময় ঘনিয়েছে আমার
পৃথিবীর অবয়বহীন আকাশে
অনেক ছোবল নিয়ে বাতাসের আশ্রয়ে


আমার সব ফাঁকা গুরু!
বিমর্ষ ভাবনায় ডুব দিয়ে দেখি
কাব্য চিরন্তন
মেয়েদের চুম্বনের মতন
আবর্তনকালে থেকেছি সেই শবের সহিত
আমি থাকি বাংলাদেশে
আমি জড় কুশীলব;গো গর্দভ কাক
মনে রাখুক বা নাই রাখুক পৃথিবীর লোক
আমাকেও মনে রেখো বাংলাদেশ তুমি!
- স্বপ্নময় স্বপন©