সবচেয়ে দুঃখের যে লাইনগুলি
আত্মার ’পরে ঝরে আমি তা লিখতে পারি নাই
আজ রাতে!


আকাশের বুক জুড়ে নীল নীল তারাগুলি
গাছেদের শাদা করে রাখে ঘূর্ণায়মান শূন্যতায়
রাত্রি অনন্ততর!


শুনি
অনন্ত রাত্রির ধ্বনি
রাত্রির শাখাপ্রশাখা থেকে
অর্থোদ্ধার করে!


বাতাসের খোঁজে কণ্ঠ
সীমাহীন আকাশের তলে
ভেসে গেল বাতাসে!


লিখে ফেললাম প্রথম অস্পষ্ট পংক্তি
সারশূন্য বিশুদ্ধ প্রজ্ঞা
এমন কারোর
যে কি না কিছুই জানে না!


আমার চোখ অন্ধ,আত্মায় আগুন
বিস্মৃত পাখিদের ডানা
আগুন আর ফুলে ছিন্নভিন্ন
ছিদ্রিত ছায়া
ভুলে যাওয়া দীর্ঘ এত!


দুনিয়াবি দুঃখ নিয়ে
জং ধরা মেশিনের পাশে
নির্বাক আমার শরীর
আঁধার নির্জনতায়!


চামড়ায় ঝুলে আছে দুঃখযাতনা
বিবস্ত্র প্রেম মুচড়ে ওঠে
কুৎসিত খুজলিতে
আমার হাঁটুতে শরীর ঘষে রাত  
যৌনক্ষুধিত কুকুরের মতো!


সবচেয়ে দুঃখের লাইনগুলি নিয়ে
তেমন কিছু বলার নেই !
নষ্ট-নগর আজ কেঁদে উঠে
ইতিহাস গর্ভীনি দিনপঞ্জিকায়!
-স্বপ্নময় স্বপন©