কি অদ্ভূতভাবে আগুন ধরে যায়...!
আজন্ম কষ্টের গভীর গোপনে
দাহ্য পদার্থহীন তাপহীন তীব্র আগুন
জ্বলে!  
ঢেলে দাও আয়োডিন
আমার কষ্টের লবনে,
কষ্টগুলো পুষ্টি পাক, বাড়ুক রাত-দিন!
কষ্টের সাথে বসবাস
বন্দী এক কষ্টের প্রাসাদ
কষ্টের চাষবাস,কষ্টের টুকরোগুলো জুড়ে
আকাশটাও আমার কষ্টের ভাগিদার!


নামাবো কষ্টের ভার!
তীব্র বাঁক খেয়ে ঢুকে যাবো
নিশ্চিন্তআনন্দগড়
মদের পাত্র নিয়ে ভবঘুরে শূন্যতায়  
চাঁদরে পেয়ালা  দেখাই
হায় আফসোস!
ম্যাঁদামারা ছায়া
পড়ে থাকে আপন অস্তিত্বের
চারপাশে
পায়ের ছাপে ক্ষয়ে ক্ষয়ে পথচিহ্নহীন
দুঃখিত!


আমি পারি না উভয় পথে যেতে
এক পথ অন্য পথে মিশে
সহজভাবে সত্য বলার
সহজ উপায় নাই
সত্য বললে জেল হাজতও
নিরুপায় তাই;


আভরণহীন কবিতার শরীর শুধুই ভেংচি কাটে
হৃদয়ের স্মৃতিরা ঝড় তোলে দুঃখ ক্রোধে
প্রাচীন সভ্যতা লুক্কায়িত স্বপ্ন আশা
আর ধ্বংসপ্রাপ্ত আকাঙ্খা
নৌকাবিলাসে জলের চোখে আগুনের সঙ্গম
অসম্ভব ভেবে পূর্ণিমার রাত্রে মরে যাব!
তোমায় নিয়ে আর কোন কবিতা  লিখবো না
সৃষ্টিগন্ধ দৃষ্টিতে খিদাগন্ধে, দ্বিধাদ্বন্দ্বে  সেতুবন্ধ  হবো!


প্রত্যেক বিদ্যালয়ে লেখা থাকে "শৃঙ্খলা" ভঙ্গ নিষেধ
প্রতিটি বাগানে লেখা থাকে "ফুল"ছেঁড়া নিষেধ
বন্ধুত্ব ও ভালবাসায় লেখা নেই কারো "মন" ভাঙা নিষেধ
লেখা থাকে শুধু “কষ্ট” পাওয়া জায়েজ!
বিক্ষুব্ধ কলম, আত্মাহুতির পথ বেছে নেয়,
পরশ্রমভোগী ধনিক শ্রেণীর পুষ্টিসাধনে
ইচ্ছা বা অনিচ্ছায়!


নদী কি মানুষের অস্তিত্বের দলিল!
হরিৎমানচিত্রের ঐশ্বর্য গলিত বিষাদ
পৃথিবীর ইতিহাস
ঝড়োষ্ণ জলে নুহের বন্ধকী নিবাস!
অস্তিত্ব পুড়ে দেয় বৃক্ষের টেলিপ্যাথিক বিষ
নগরের অন্ধকারে  বর্তমান উষ্ণতার আবাস!
অপেক্ষমান প্রতিজনের ফনায়িত হাত


বিলক্ষণ!
হৃদয়ের গহীনের কষ্টগুলোর
কাছে পরাজিত আমি!
আমি
সুখী থাকার অসম্ভব ক্ষমতা নিয়ে জন্মাইনি,
আমার কষ্ট হয়,আমার খুব কষ্ট হয়,
খুব কষ্ট!  খুব কষ্ট!! খুব কষ্ট!!!
- স্বপ্নময় স্বপন©