বিবর্তনের অন্ধকারে
পুড়ে যাওয়া রৌদ্দুর
অন্ধকারের আয়নায়
জ্যোৎস্নার বুনো সুর
অন্ধকারের ঘর যাযাবর জীবন
অন্ধত্ব  চলমান
যে অন্ধত্বের নাম স্বাধীনতা!


পাতা ঝরে যায় ধূসর ধূলোয়
শব্দরা নামেনা চোখের পাতায়
বুকেই জমে মনের কথা
অঙ্কুরিত কষ্টের কবিতা
কবিতার দৈর্ঘ্য বাড়ে না!


কথা ছিলো
নরম শরীর ভরা রাজহাঁস
সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ
নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক!


দেখি
শত শত মুখস্থ মানুষ
রক্ত গোধূলিতে দগ্ধ,  
উচ্চারণগুলি শোকের
মগজের কোষে কোষে ভয়ানক কৃষ্ণপক্ষ
রক্তাপ্লুত প্রাচ্যের গানের মতো শোকাহত,
কম্পিত,চঞ্চল সময় চলেছে রাজপথ ধরে
একা বৃষ্টিতে ভিজি!


তবুও স্বপ্ন আধমরা পায়ে কত কথা বলে!
-স্বপ্নময় স্বপন©
বিজয় দিবসের শুভেচ্ছা!