জ্বলন্ত বাতির মোম পড়ে গলে
জীবন বৃত্ত ছেড়ে চোখে অশ্রু ঝরে
হৃদপিন্ডের লাল আনো ঠোঁটে
তৃষিত দুই ঠোঁটে দ্যাখ, গোলাপ ফোটে  
নিবিড় স্মৃতিতে, চাঁদ ভাসে-পেয়ালায় টলটলে
আঁধারের পাড় ঠেলে চুম্বনে ঠোঁট মেলে!

আকাশ ভরা ব্যাথার তাঁরা দেখি চোখে যদ্দুর
বাসন্তী সুরা’য় তোর চোখের পেয়ালা ভরপুর
ভুলে যাও চুনির ঝলক, তামাম দহন
ক্ষনিকের ভ্রম বিভ্রম তব মায়ার
এখানে পুণ্য, এখানে পাপ-এইতো তোমার আমার সংসার!


চুল আর ভাষা পলাতক ঠোঁটে
তৃষিত হৃদয় উন্মাদ হয়ে ওঠে
এ ঠোঁট তোমার
চুমুকে চুমুকে রাখো
যেদিকেই যাই- যেদিকেই তাকাই
পথ জুড়ে চোখে এসে তুমি থাকো!


ঘুম ঘুম পৃথিবীকে ধুলায় লুটায়ে
কেন চলে  যাবে দূরে সুদূরে অকস্মাৎ?
তুমিও ধুলোয়,আমিও ধুলোয়-এসো তবে
শ্বাসে-প্রশ্বাসে পেয়ালায় মিশে হই
ধুলোময়তার ধুলার ধুলোতে ধূলিসাৎ!
-স্বপ্নময় স্বপন©