এক উদ্ভ্রান্ত দিগন্তে
যত ছোট হয়ে আসে পাখিরা
আরো বেশি স্পষ্ট হয়
অসীম আকাশ
সমর্পিত সূর্যের পর্যটনে!


ধেয়ানী নিস্তব্ধতার করতলে
আলোর মূর্ছনা
শরীরতত্ত্বানুসন্ধানীর দৃষ্টি নিয়ে
ঝুঁকে থাকে
সমুদ্রের চোখের পাতায়
গভীর গোপনময়
বাঁশি অন্ধ ভগ্ন
বিষাদাক্রান্ত মুখশ্রীর
সুগন্ধি স্মৃতিভাস্কর্য!


কাগজের এক পাখি দাঁত দেখায়
ভেংচি কেটে
সোনালি চুলের যন্ত্রণা ভরা
আমার কাঁচা গুহায়!


অন্য কোনো হৃদয়ের শব্দ
দেখে না সূর্যের বিস্ফোরণ
পাখিদের চুমো ছোট্ট স্বপ্ন
সঠিক সময়!


ইঁদুরদৌড়ে ‘‘ভবিকাল’’
এবং এক টুকরো পুরোনো স্মৃতি
ঘরের কোণায় ছড়ায়
শতচ্ছিদ্র প্রকৃত পনিরের মতো
অর্ধ-নগ্ন ‘‘গ্যাংগ্রিন’’


একজন মানুষের প্রতিটি প্রতিবাদের
কোনো এক অংশে!
-স্বপ্নময় স্বপন©