বৃক্ষে বৃক্ষে ডানাহীন পাখি
রাত্রির গভীর সঙ্গমে
ভুল দর্পনে
বেদনা গৃহে রুদ্ধদ্বার;
লোকালয়ে একা একা
একাকী এক মেঘের মত
অভিমান জমে জমে নক্ষত্রের জল,
বুনো পাখির মেঘকাব্য
বৃষ্টির মল্লারে ময়ূরপুচ্ছ তুলে
স্বতঃস্ফুর্ত নাচের মুদ্রায়
পৃথিবী আজ ছানাহারা মা শিয়াল
ধর্ষিতার লোহিত ধারায়
উন্মাদ ভূগোল!
শরীরের ভাঁজে ভাঁজে চিৎকার
যন্ত্রণাক্লীষ্ট ভবিষ্যৎ, দিকচক্রবাল
রক্তশিরার বাগানে যাবতীয়
মৃত্যু টলমল!
প্রবেশ করি,
আমারই রক্তে, ভাসমান
মৃত ইশারার শেষ বাঁক
বৃষ্টির আঁশে বোনা
স্ফূলিঙ্গের নিজস্ব পোশাক
রাতের এক ফোঁটা
অন্ধকারের সত্যতা
পাপীষ্ট আত্মার হুঙ্কারে
অন্ধকারকে গাঁট বেঁধে
আমরা করেছি শূন্য
দিগন্ত থেকে দিগন্তে
এক অন্ধ মানুষের শব্দ
শূন্য গর্ভ; আমি মূঢ়!
আমার হৃৎপিণ্ড ছিঁড়ে
অক্ষরের খেলা খেলি
আকাশ ছোঁয়া উন্মাদনায়
আমি উন্মাদ হব
অনবদ্য আঁধারে
অল্পতে শোক কষ্টেতে হাসি!
আমি এক উন্মাদ
সন্ধ্যার পর বৈশাখী ঝড়
কালো রঙের মদের চুমুকে
কবিতার পাঁপড়িতে
রক্তস্নাত নাফের আলপনা আঁকি
উন্মাদ এক, মুক্ত জ্যোৎস্নাকামী!
- স্বপ্নময় স্বপন©