ও মন রে
প্রেম বিহনে
মনের জ্বালায়
জ্বলিয়া উঠে শ্রীকৃষ্ণের অঙ্গ রে,
রাধিকার লাগিয়া।


ও রাধে!
তোর পিরিতে
কালা হায়রে
যায়রে ঘর ছাড়িয়া রে রাধে
যায় রে ঘর ছাড়িয়া।
বংশী হাতে শ্রীকৃষ্ণ যায় চলিয়া
রাধিকার লাগিয়া
রাধে হায়রে ভাইবে মরে কালাচাঁদরে লইয়া!রাধে!
কালাচাঁদরে লইয়া।
মন রে
প্রেমের জ্বালায়
জ্বলিয়া উঠে শ্রীকৃষ্ণের অঙ্গ রে,
রাধিকার লাগিয়া।


ভাইবে ভাইবে দিন যায় চলিয়া রে রাধে
কৃষ্ণের লগে প্রেমের ভাষা যায় মলিন হয়িয়া রে রাধে,
প্রেম বিহনে
মনের জ্বালায়
জ্বলিয়া উঠে শ্রীকৃষ্ণের অঙ্গ রে,
রাধিকার লাগিয়া।।


রচনাকাল:
সোমবার
১৪২৩ বঙ্গাব্দ,২০১৬ সন
বাংলা-১২ই অগ্রহায়ণ,তাং-২৮.১১.২০১৬
স্থান-ঘুনকিয়া(নিজ বাসভবন)
সময়-সকাল ৬:৩৪ মিনিট