তুমি সেই এক নবকলির উদ্যান
মোর প্রাণে;বিধুরা দিনে প্রেমের টানে;
বধু তোমারি মরমে বাধিব স্বপনে
করিব যে প্রেমের প্র‍য়াস;মম প্রাণ!
মনের গহনে মনের সায়নে দেখি
তোমার রূপখানি;উচ্ছ্বাসে তব স্মরি
বারেবার যে মনের চাহনিতে লড়ি
আঁধারি রাতিতে তুমি বাতি মোর সখি।


তুমি যে সেই ধ্রুবতারা জ্বলন্ত মনে
হৃৎপিন্ড মম;তোমার বিহনে বিষণ্ণ
মোর দেহ সদা এই মনের অরণ্য;
মোর বিরহ সুরকথা তোমার সনে!
গাইবো এক গীতে সুরে প্রেমের গান
সুখের উছালতাই রাখিবনা মান।


উৎস্বর্গীকৃত :
অমৃতা ব্যানার্জ্জী


রচনাকাল:
শনিবার
১৪২৩ বঙ্গাব্দ, ২০১৬ সাল
বাংলা-৮ই পৌষ,তাং-২৪.১২.২০১৬
স্থান-কান্দি ছাত্রাবাস(বিদ্যার্থী ভবন)
সময়-রাত্রি ৮:৪৭ মিনিট