আমি আমি সেই আমি!এসেছি আবার
বন্ধু তোমারই হতে,করবে আপন?
আমি বাড়িয়েছি হাত!আমি যে সবার
দূর হইতে তোমার;এসেছি এ-ক্ষণ!
ধরো মোরে চিন্তা কেন!বন্ধু যে তোমার
তুমি বড়োই সুখি গো;রয়েছি যে পাশে
ঘোরাবো তো দেশান্তর ;এ-ক্ষণ আমার
ভরাবো তো জীবনপথ, মন পরবাশে!!


আবার আসিবো ফিরে;কোন এক নিশি
করবো যে বাসবাস,রবি হবে ম্লান
আমি আছি সদা মনে, আছি বারোমাসি
দ্যাখো জীবনের আলো;আমি যে সমান!
গ্রহণ করিয়া মোরে,রেখো মনে ধরে
গড়বো নতুন প্রাণ,ছেড়োনা গো ডরে!!


এই সেনটির ছন্দমিল হল- ABABCDCD(অষ্টক),, EFEFGG(ষটক)
আমার শ্রদ্ধেয় কবিবন্ধু, ভুলত্রুটি কিছু হয়ে থাকিলে ক্ষুদে কবি বা ছোট ভাই মনে করে মার্জনা করিবেন এবং ভুলত্রুটি টা একটু ধরিয়ে দিবেন,যাতে সেটাকে ঠিক করে নিতে পারি।।।
ধন্যবাদ,,শুভেচ্ছা রইল, সকলে ভালো থাকবেন।


রচনাকাল:
শুক্রবার
১৪২৩ বঙ্গাব্দ, ২০১৬ সাল
বাংলা-১৪ই পৌষ,তাং-৩০.১২.২০১৬
স্থান-কান্দি ছাত্রাবাস(বিদ্যার্থী ভবন)
সময়-সন্ধ্যা ৫:৫৭ মিনিট