নটোবর বিদেশ যাবে,
ঘোড়ার গাড়ি চড়ে,
সেথায় আছে স্বর্ণপুরি—
সাত সমুদ্রের পাড়ে।


ইচ্ছে ছিল বিদেশেতে,
থাকবে নতুন ঘর,
মাঝে মাঝে যাবে সেথায়,
দেখতে সরোবর।


আরো কিছু দেখবে সেথায়,
নিত্যনতুন বাহার,
রকমারি সাজ পোষাকে,
করবে সেথায় আহার।


ঘুরেফিরে নিজের দেশে,
আসবে ঘরে ফিরে,
লোক সমাজে শোনাবে গল্প,
তাঁদের আপন করে।।


রচনাকাল :
মঙ্গলবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-৩২ই জ্যৈষ্ঠ ,তাং-১৬.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন)
সময়- সকাল ১০:৩০ মিনিট