কি রে ব'টা
এতদিন পর স্কুলে?
গেলি আমাদের ভুলে!
পড়াশোনা ডকে তুলে,
প্রেম পিরিত চলে!!


কে বলেছে এসব কথা?
কারা আপনার খেল মাথা?
সবই আপনি ভুল শুনেছেন,
পরের কথাই নেচে উঠেছেন।
যেটা ভালো নয় মোটে!
আমি ব'টা বটে।।


জানি তো তুই ব'টা,
আস্ত মাথামোটা,
স্কুলে আনতে বই ভুলে যাস।
মাঠে মাঠে গরু চড়াস।
ডোডো করে ঘুরে বেরিয়ে,
সন্ধ্যা হলেই ছাইপাস খাস।।


গরু আমি চড়াই বটে,
পয়সা যে নেই মোটে!
কিভাবে চলবে তবে?
বাড়িতে মোদের পাঁচটা লোক
নুন আনতে পান্তা ফুরোয়—
পাত পেরে কি খাবে?


এবার ইস্কুল আসা ছেড়েই দেব!
সকাল সন্ধ্যা কাজ করব—
তবে তো খেতে পাবো।
মুখে খাবার তুলে কেউ দেয় না!
পেটে জ্বালা কেউ বোঝে না,
তাহলে পড়ে কি আর হবে?


কথাটা মোটেও খারাপ নয়।
পেটের জ্বালাই  বড় ভয়!
তবুও, স্কুলে আসবি নিয়মিত,
দেশে তোর মত আছে কত!
কেন কিছু পা হবি?
তোরা দেশের ভবিষ্যৎ!
দেশ এগিয়ে নিয়ে যাবি।।


রচনাকাল :
রবিবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-২৭ই জ্যৈষ্ঠ ,তাং-১১.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন)
সময়- সকাল ১০:৩৫ মিনিট