লিখতে বসে ভাবি আমি!
কিভাবে চাষী করছে চাষ!
শীত গ্রীষ্ম প্রখর রোদে,
ঝরছে ঘাম বারো মাস।।

মাঠে মাঠে সোনার ফসল,
চোখে দেখতে লাগে বেশ,
কেউ ভাবে না এর রহস্য
কত লক্ষ চাষী হচ্ছে শেষ!!


নুন আনতে পান্তা ফুরোই,
পায়না চাষী ন্যায্য মূল্য,
সংসারে তো কঠিন হাল!
বুদ্ধিজীবীরা ঘুমিয়ে আছে
কিভাবে বুঝব তাদের চাল?


রচনাকাল :
মঙ্গলবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-১5৫ই জ্যৈষ্ঠ ,তাং-৩০.০৫.২০২৩
স্থান-ঘুনকিয়া(নিজ আবাসন)
সময়- বিকাল ০৭:২৯ মিনিট