ঝোক বুঝে কোপ মারো,
তুমি ব্যাটা সাধু!
আমি যে ভক্ত তোমার,
যদি দাও মধু।।


মধু খেয়ে চেটেপুটে,
গাইবো গুনো গান!
সব চোর সাধু বটে!
চোর সাধু মহান!!


এমন সাধু দেশে-বিদেশে,
আছে ভুরি ভুরি,
যে সাধু সেই চোর!
করেছ যা চুরি।।


চুরি করে সাধু সাজো!
করো অভিনয়,
চোর কি আর করতে পারে
মানুষের মন জয়!!


চুরি চুরি খেলা করে,
সাধু যখন ধরা পড়ে,
জনগণের কাছে,
আমি তো চোর নয়!
ভুল তো মানুষের হয়!
ছেড়ে দে মা কেঁদে বাঁচি!!