ও বটা তুই চললি কোথা? মাথায় লইয়া ঝুড়ি!
ঝুড়ি নিয়ে যাচ্ছি আমি, হাটে বেচতে চুরি।
নেবে নাকি এক দুখানা? বৌদি মনির লগে,
না নেবে তো পিছু ডেকো না, মহাজন কর পাবে।
করের টাকায় ব্যবসা আমার। চালাই গায়ের বলে,
সব দিন তো খাওয়া জোটে না! না খেয়েও দিন চলে।।


তোর ছেলেরা সব গেল কোথা? দেখে না বুঝি তোরে?
না দেখারই যুগ গো এটা, সবাই নিজ নিজ ঘরে!!
একলা আমি ওকে নিয়ে দিন যাপন করি,
বহু কষ্টে ঘুম হয় না, ইচ্ছা করে মরি!!
মরার কথা মুখে আনিস না, উপরওয়ালা আছে,
দেখবি একদিন আসবে জোয়ার, খুশির আঙিনাতে।।


রচনাকাল :
সোমবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-১৪ই জ্যৈষ্ঠ ,তাং-২৯.০৫.২০২৩
স্থান-ঘুনকিয়া(নিজ আবাসন)
সময়- বিকাল ০৫:১৯ মিনিট