কেমন আছেন মাস্টারমশাই!
বহুদিন পর দেখা,
শরীর আপনার ঠিক আছে তো,
যাচ্ছেন কোথায় একা?


শরীরের আর দোষ কি বলো!
চোখে দেখি না ভালো বাছা,
বয়স এখন আশি ছুঁই ছুঁই,
জীবন বড়ই কাঁচা!


মাস্টারমশাই আমি ষড়ানন!
যাকে ডাকতেন আপনি ষড়া!
চাকরি পেয়ে এদিকে এখন,
থাকি বাড়ি ভাড়া।


দেখা পেয়ে ভালো লাগলো ,
মনে বড়ো খুশি জাগলো।
সবাই তো আর মনে রাখে না,
তোমার মত কেউ ফিরে দেখেনা।
জরাজীর্ণ এই শরীরটাকে,
শিক্ষক বলে কেউ ভাবে না।।


পারলে এসো একদিন,
এই কাছেই আমার বাড়ি,
হয়তো আর দেখায় হলো না!
যদি দূর দেশে দিই পাড়ি!!


আসবো মাস্টারমশাই,
আপনি ভালো থাকবেন।
আমার প্রণাম নেবেন।
যতদিন আমি বাঁচবো!
আপনি আমার মনেই রবেন!!


রচনাকাল :
বুধবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-২৪ই জ্যৈষ্ঠ ,তাং-০৮.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ বাসস্থান )
সময়- রাত্রি ০৭:৫৪ মিনিট