আজ আমি নিঃসঙ্গ একাকী
কেউ নেই, কেউ নেই
তোমার স্মৃতি গুলো ছাড়া
আজ আর নেই কোন আশা,
শুধু একটাই স্বপ্ন ছিল তোমাকে নিয়ে,
তোমাকে নিয়ে গড়বো নতুন সুখের বাসা,
তুমি তো জানো হয়তো সেইসব কথা!
কিন্তু স্বপ্নতো সেই স্বপ্নই না!
আমি কি বা আর করতাম বলো?
সেই যে আসছি বলে তুমি চলে গেলে
আরতো ফিরেও এলেনা!
তোমায় আমি কত পাগলের খুঁজিছি
কিন্তু তোমায় কোত্থাও পায়নি!
লিখনে হয়তো এটাই লেখা ছিল আমার!
সম্প্রতি সুনলাম অচীনদেশে কোথায় যেন তোমার বিয়ে হয়ে গেছে,সঙ্গে দুই-তিন ছেলে মেয়ের জননী তুমি।
বড়ো সুখেয় আছো না তুমি!
আচ্ছা আমার কথা কি আর মনে পড়ে তোমার?
তোমার কি মনে পড়ে স্কুল ছুটের পর সেই আমাদের একসাথে বাড়ি ফেরা!তোমার জল চাইয়ে খাওয়া!আর তোমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকাটা!আমি জানি তোমার খুব খারাপ লাগতো,কিন্তু আমি কি করবো বলো,আমি তো বোকা ছিলাম না?
তবে একটা সত্যি কথা বলছি,তোমাকে আমি যতই দেখতাম আমার মন ভোরতো না, নিত্যনতুন রূপ খুঁজে পাতাম তোমার মধ্যে!
তবুওতো আমাকে একা ফেল চলে গেলে তুমি!
তোমাকে ছাড়া এই জগৎটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে আমার,নিশ্বাস নিতে খুব কষ্ট হয়, বুকের ভিতরটা যেন সব হারানোর ব্যথায় মাঝেমাঝে আমাকে তরান্মিত করে,তাই এই ব্যথা থেকে মুক্তি পেতে
আমার জীবন ত্যাগ করাটাই শ্রেয় বলে মনে করলাম,আর আমার সমস্ত বন্ধন থেকে তোমায় মুক্ত করে দিলাম।
তবে তুমি কখনও ভেবো না যে তোমার প্রেমে আমি পরাজিত!আমি যে জয়ী!
নিঃস্বার্থ প্রেমিক রূপে রয়ে গেল মোর স্থায়িত্ব।


উৎসর্গীকৃত:
অমৃতা ব্যানার্জ্জী



রচনাকাল:
মঙ্গলবার
১৪২৩ বঙ্গাব্দ, ২০১৬ সাল
বাংলা-৬ই অগ্রহায়ণ, বাংলা-২৩.১১.২০১৬
স্থান- কান্দি ছাত্রাবাস(বিদ্যার্থীভবন)
সময়-রাত্রি ১:০০মিনিট