আমিও এক ব্যর্থ প্রেমেকি
পায়নি প্রেমের কোন পরশ
চেয়েছি শুধু একটুখানি ভালবাসা
তবুও হয়েছি বারংবার ব্যর্থ,
কত পেয়েছি অবঙ্গা লাঞ্ছনা
কত ঝড়েছে অশ্রুজল
কত সয়েছি নিরবে ব্যথা
কতকটা আবার মনের খল।
ঝড়েগেছি আজ বৃক্ষ হয়তে
পদতলে আজ রয়েছে স্থান
পায়নি কোন দেবালয়ের সাজি
তাহলে কেন পাব নিঃস্বার্থ প্রেমের মান!
তাইতো আজি আমি বিরহের সুরে গায় গান
প্রেম নয় সে ছোট,হয় সে আকাশের ন্যায় সমান
ব্যর্থ প্রেমিকতো আজো আছে জগতে,তবে প্রেম কি পাপ!
সত্য প্রেম যে মহান!তাই করি সদা প্রেমের জয়গান।



রচনাকাল:
রবিবার
১৪২৩ বঙ্গাব্দ,২০১৬ সন
বাংলা-১৮ই অগ্রহায়ণ,তাং-০৪.১২.২০১৬
স্থান-ঘুনকিয়া(নিজ বাসভবন)
সময়-রাত্রি ৮:৪৫ মিনিট