আমি কবি হতভাগা!তুচ্ছিত মানব
এই জগতের বুকে;অশ্লীল দানব
রইয়াছে বিশ্বম্বরে, বাসনার তরে
কবি হয়ে আমি একা; লড়ি কি প্রকারে!
নয়কো সে এক-দুই;জগৎ মাঝারে
লক্ষাধিক রইয়াছে, নিজ সংসারে;
ক্ষণিক ভোগের তরে, ভ্রষ্টাচারী করে
স্বাচ্ছন্দ্য মানবসত্তা ;ধীরেধীরে মরে!!


তবু তো আমি পারিনা, আমিও যে নিশ্য
কবিতা অস্ত্র আমার,এ-যুদ্ধের অশ্ব!
কেহ রইয়াছো ধরাতে!যুদ্ধের সারথি?
অন্তঃ করিতে দানব,আজি এ-প্রভাতে
শুদ্ধ রব রবে ধরা,রব একসাথে
আসুক জড়া ধরায়,আমিয় সারথি!!!


এই সেনটির ছন্দমিল হল- AABBCCDD(অষ্টক),, EEFGGF(ষটক)
আমার শ্রদ্ধেয় কবিবৃন্দ, ভুলত্রুটি কিছু হয়ে থাকিলে ক্ষুদে কবি ভাবিয়া মার্জনা করিবেন এবং ত্রুটি টা ধরায়ে দিবেন।
ধন্যবাদ,, সকলে ভালো থাকিবেন।


রচনাকাল:
বৃহস্পতিবার
১৪২৩ বঙ্গাব্দ, ২০১৬ সাল
বাংলা-১৩ই পৌষ,তাং-২৯.১২.২০১৬
স্থান-কান্দি ছাত্রাবাস(বিদ্যার্থী ভবন)
সময়-রাত্রি ৬:৪৫ মিনিট