দিবানিশি
চাইছি যারে
মনের মাঝে আপন করে,
সেই মোরে
দিয়েছে ফাঁকি
চলে গেছে দূর অচিন পারে।


পাখি তুই ফিরে আয়
দিলাম তোরে মোর দোহাই
পড়ে গেছি মায়ায় তোর
তোরে ছাড়া বাঁচা বড়ো দায়।


পাখি তুই শোন মোর কথা
পারিনা আর সইতে ব্যথা
তোর বিহনে কাঁদে এ মন
দিসনা আর ব্যথার গাঁথা।


পাখি তোর
মায়ায় পড়েছি
তাই বলে কি দিবি তুই ফাঁকি,
আমি যে
এখনো তোর
ভালোবাসি ফিরে আয় সখি।।


রচনাকাল:
শুক্রবার
১৪২৩ বঙ্গাব্দ, ২০১৬ সাল
বাংলা-২১শে পৌষ,তাং-৬.১.২০১৭
স্থান-ঘুনকিয়া(নিজ কুটির)
সময়-রাত্রি ৭:৪৭মিনিট