রথের মেলায় যাব পুরি,
বৃন্দাবন ধাম,
ঘুরব সেথায় অলিগলি,
গায়ব হরে কৃষ্ণ নাম।।


নামের গুনে রথ চলবে,
মাসির বাড়ি দিকে,
তিন ভাই বোন রথে চড়ে,
রবে মহা সুখে।।


কত শঙ্খ ধ্বনি, উলুধ্বনি,
বাজবে খোল করতাল,
দিকে দিকে হুল্লোড় আজ,
গ্রাম গঞ্জে খুশির জোয়ার।।


সাত দিন পর জগন্নাথ দেব—
পুনর্যাত্রায় রত হয়,
মহানন্দে বলবো সবাই,
জয় জগন্নাথের জয়।।


রচনাকাল :
মঙ্গলবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-৪ঠা আষাঢ় ,তাং-২০.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন)
সময়- সকাল ০৯:২৩ মিনিট