কই গো! শুনছো তুমি?
বালিশ'টা একটু আনো।
কখন থেকে ডাকছি আমি,
কানে কথা যায়না যেন!!


কি হলো কি?
ডাকছো কেন বলো।।


কখন থেকে ডেকে মরছি!
এখন, আসার সময় হলো?


না এলে কি তোমার লাগতো ভালো?
তাইতো চলে এলাম।


তোমার হেয়ালি বন্ধ করো,
আমি বাপের বাড়ি গেলাম।।


গেলে পরে আর আসবো না।
তুমি থাকবে একা একা।।
তোমার মতো হারকিপ্টে
দুচোখে যায়না দেখা।


তুমি গেলেই ভালো থাকবো
অনেকেই কাছে পাবো।


বুড়োর আবার সখ কত,
মদ মাতালি লোকের মতো!
আমি জানি তুমি কি মাল!
বিয়ে দিয়ে বাবা আমার,
পুড়িয়ে দিল কপাল।


কপাল তোমার পোড়ায় ছিল।
বিয়ে করে, আমার কপাল পুড়লো,
ছিলে তো সেই লোকের বাড়ির ঝি।
এবাড়িতে খেয়ে বাঁচলে মাছ,মাংস ঘি।


আবার তুমি দিলে খোটা,
খাওয়া নিয়ে তুমি??
বিয়ের সময় নিয়ে ছিলে,
দশ বিঘা জমি।


ঠিক আছে ঠিক আছে।
তোমাকে আর ঘাটাতে হবেনা।
আমার ভুল হয়েছে, তুমিই সেরা!
আমিতো বুড়ো ভাম।
তাই ভাবো ঘাটের মরা।


আবার শুরু হলে তুমি!
তুমি শুধরোবে না জানি,
যতই হোক গন্ডারের ছাল!
জানিনা,মনে চলছে কি চাল।।


রাগ করোনা সোনা আমার।
তুমি আমার একমাত্র বউ!
মাথা আমার ধরে গেল!
বন্ধ করো ঘেউ ঘেউ!


তুমি আমায় কুকুর বললে?
নিজের পায়ে কুড়ুল মারলে!
তুমি যাও তো এখান থেকে, যাও।
একদিন রেঁধে বেড়ে খাও।
আমি বলেই পড়ে আছি সংসারে!
অন্যকেউ হলে বুঝতে তুমি হারে হারে।


রচনাকাল :
বুধবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-২৩ই জ্যৈষ্ঠ ,তাং-০৭.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ বাসস্থান )
সময়- রাত্রি ০৮:১৪ মিনিট