রোহিতের বাপ! ভোম্বল!
লেপ্টে থাকে কম্বল।
খাটিয়াই  শুয়ে শুয়ে
পাকায় খালি গন্ডগোল।।
ভালো ভালো খাবার চাই
নুন ভাত সয়না
পাড়ার লোককে নালিশ করে
বউ খেতে দেই না।


রোহিতের মা ময়না!
বাপের বাড়ি যায়না,
বকম বকম বুলি তার
করে শুধু বায়না।
এটা সেটা চাই তার
সংসারেতে মন নাই,
না দিলে পাড়া মাথায় করে
ঘরে থাকতে চাই না।


কি আর করা যাবে!
মুখ বুজে সইতে হবে!
মুখ খুললেই দোষ!!
চারিদিক চেয়ে দেখো!
সুখী সংসার শত শত,
হয়েছে নিঃশেষ।।


রচনাকাল :
শনিবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-১২ই জ্যৈষ্ঠ ,তাং-২৭.০৫.২০২৩
স্থান-ঘুনকিয়া(নিজ আবাসন)
সময়- সন্ধ্যা ০৬:১৫ মিনিট