কাকে বোঝায় জ্বলছি কত!
মনের মধ্যে হচ্ছে ক্ষত!
এ'তো নিত্যদিনের বালায়!!
চারদিক যেন আগুন আগুন!
লেগেছে অসময়ে ফাগুন!
সংসারটা কিভাবে চালায়!!


ভাড়ার যখন শূন্য পড়ে!
জীবন তখন খাঁ খাঁ করে!
পকেট ঝেড়ে বেরোই কানাকড়ি!
নুন আনতে পান্তা পুরোই!
মেজাজ তখন মাথার চুড়োই!
মনে হয় কলসি বেঁধে ডুবে পরি!!


রচনাকাল :
মঙ্গলবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-১৮ই আষাঢ় ,তাং-০৪.০৭.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন)
সময়- রাত্রি ০৯:২৯ মিনিট