উকিল বাবু বড্ড ভালো,
নামটি তাহার উপেন।
ছোটোবড়ো যেই আসুক,
বিনামূল্যে দেখেন।


তিনি হলেন সত্যবাদী,
খুব নাম ডাক।
বিপক্ষে যেই লরুক,
সব নিপাত যাক।


সেদিন আরেক বাবু,
এসেছিলেন কাছে।
কহিলেন গোলা মোর,
লুটিআছে দুষ্কৃতী —
জানা নেই কোন ধাঁচে।


শুনিয়া উপেন কয়,
মনে কি রয়েছে ভয়?
তাহলে ফিরে যান বাড়ি!
যদি মনে সাহস রয়
শরীরের রক্ত বয়
এ মামলা লড়বো তড়িঘড়ি।।


আট দশটা প্রহরী আমার,
সারাক্ষণ দেয় পাহারা,
আমি তো সব দানই করি!
তাহলে কর্ম করিল কারা?


দানের গল্প কেন আসছে?
রাখুন আপনার কাছে!
আমি হলাম উকিলো বাবু,
পরীক্ষা-নিরীক্ষা সবই আমার যাচে।।


নিশ্চিন্তে বাড়ি যান,
আমি আছি আপনার পাশে,
দেখবেন সব ভালই হবে,
মামলার অবশেষে।।


রচনাকাল :
মঙ্গলবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-৩১ই জ্যৈষ্ঠ ,তাং-১৫.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন)
সময়- সকাল ০৮:২৪ মিনিট