এখনো স্বপ্ন দেখি
স্বপ্নের সাথে আঁড়ি দেবার ইচ্ছাও নেই
যদিও নিঝুম বারান্দায় দাঁড়িয়ে সর্ন্তপণে
অশোকবনে দিনান্তের ক্লান্ত র্সূয
কতই না ডুবতে দেখেছি।
স্বপ্ন ভাঙ্গা আছড়ে পড়া অন্ধকারে
আধভাঙ্গা জীবনে জরাজীর্ণ পৃথিবীকে নিয়ে
কতইনা ভেবেছি আর কাশবনের বাঁকা চাঁদের নির্মল হাসিতে
আকন্ঠ জলাশয়ে চেতনার ঘ্রাণ নিয়েছি ডুবতে ডুবতে।
নৈসর্গের মোহ মনে নষ্টালজিয়ায় কতইনা সাঁতরাই
রাত্তির উদাম উঠানে নগ্ন জোছনায় স্মৃতির ফোয়ারা উড়াই
ভাবনার উচ্ছাস সাগরে মাতাল ঢেউ আছড়ে পড়ে
বেরাগী উড়োমন অদৃশ্য প্রাচীর টপকে উড়ে।