এক খণ্ড চাওয়া


প্রিয়,
তুমি ভালো আছো তো?
তোমার সুদিনের সু বার্তা পাওয়ার আশায়
এই বিরক্তিকর মানুষটি আজও ছটফট করে।
ফেসবুকে চ্যাটলিস্টে যে তুমি
সবার আগে থেকে সবুজ আভা ছড়াতে
সময়ের ব্যবধানে আজ সেই তুমি
হারিয়ে গেছ কোন এক অজানা শহরে
সেই শহরটাতে তুমি ভালো আছো তো?


ক্ষত বিক্ষত হৃদয়ে আজ ইঁদুরের বসবাস
ঘুমহীন চোখের কোণে জমে আছে
কাল বৈশাখীর ঘন কালো মেঘ
এই বুঝি প্রবল ঝড়ে ছিন্ন ভিন্ন করে দিল
বেচে থাকার শেষ স্বপ্ন টুকুও
ভালোবাসার কাছে হার মানা,
পরাজিত এই মানুষটার জানতে চাওয়া
তুমি ভালো আছো তো?


রবীন্দ্র সরোবর, টিএসসি, কার্জনহল
পুরোনো আজ্ঞিনার প্রতিটি কোণে
খুজে ফিরেছি হারিয়ে যাওয়া তোমাকে
ক্লান্ত বিকেলে আশাহত হৃদয় নিয়ে
ছন্নছাড়া এই আমিকে ঠেলে দিয়েছি
সেই সকল ব্যর্থ প্রেমিকের দলে
ছন্নছাড়া এই ব্যর্থ পেমিকের  হৃদয়ের আকুলতা
তুমি ভালো আছো তো?


জোনাকির আলোর মত নিভে নিভে জ্বলছে
ভূল প্রেমের প্রায়শ্চিত্তে থাকা জীবন প্রদীপ
অবহেলার দাবানলে ঝলসানো হৃদয় নিয়ে
এই অবেলায় প্রহর গুনছি বিদায়ের
নিয়তির কাছে হেরে নতুনের পথে
প্রাক্তনের শেষ বারের মত জানতে চাওয়া
তুমি ভালো আছো তো?