লিখতে পারিনা ভোরের আকাশ, পাখিদের উৎসব
বাকী রয়ে গেলো নদীকথা ইতিহাস
যতদিন থাকি না হয় লিখি
স্বীয় হননের চিঠি, লিখি প্রেম পরিহাস।

এক দিক হতে শুধু ভালোবাসা হয়?
হয়েছিলো বুঝি আমার জীবনে, নিশ্চয় নিশ্চয়
সে কোন জনমে একবার তারে
ট্রেনের জানালা হতে, দেখে বারে বারে
ছুড়ে যে দিলাম মন
তারপর হতে আমি একা নই, আমরা যে দুইজন।

বহুকাল গেলো, ভুলি নাই তারে
কী করে ভুলে যে থাকি?
নদী জল আর বিভুঁই মাঠে সারারাত-দিন
তার ছবি পটে আঁকি
মনে পড়ে কোন গল্প দাদু বলেছিলো প্রেমনাম
নিষ্কাম আর কামুক প্রেমের দুইটিরই পরিনাম
আহা! আমি তার কোনজন?
হয়েছে কেবল একরোখা প্রেম মনে মনে বন্ধন!

যেখানেই থাক ভালো হোক তার, এইটুকু শুধু চাই
এক জীবনে এই পৃথিবীতে আর কিছু চাওয়া নাই।