১♦ সুখ
=======

আমি জানি, জেগে আছি বলেই তোমার কুলে সুখ ।

২♦অসুখ
==========

সুখহীন এ জীবনে তুমি হীনে নামে পোড়ার অসুখ।

৪♦ সত্যতা
==========

কবিতাকে ভালোবেসে পৃথিবীতে একমাত্র কঙ্কাল হয় কবি।

৪♦ বাস্তবতা
==========

জীবন সলতে জ্বলতে জ্বলতে নেভে নীরবে সরবে।

৬♦আহবান
==========

লিজ নেবো পল্টন। ভাড়া নেবো স্লোগান।
নীরবতা  ভাঙতে এসো কমরেড, খোলো ময়দান।

৭♦ নীরবতা
===========

স্লোগানের কবি বেঁচে নেই। বেঁচে নেই প্রতিবাদ
সব কবি পেলো কি ঘ্রাণ ? অবৈধ আশীর্বাদ??

৮♦ সরবতা
============
কবিরাও আজ সরব টাকায়, সরব চুরির মালে
কবিতাও আজ করছে চুরি ইন্টারনেটের কালে।

৮♦বন্ধুজন
==========

হে বন্ধু!  আমি দুঃখী বলে, তুমি দূরে দূরে থাকো
ছোঁবে না  দুঃখ, ওরে কই বন্ধুরে আড়ালে রাখো।

১০♦হুমকি
==========
এক সন্ধ্যায় আষাঢ় নামে না, নামে না কান্না কিংবা হাসি
চলে গেলেই বুঝবে তুমি, কতটা তোমায় ভালোবাসি।

৯♦ ছলনা
==========

বহুজনে কথা দিয়ে রাখলো না কথা, তুমিও
বলোনা চৈতালী! মনে ব্যথা,কে তোমার আসল রোমিও

১১♦ দোষ
==========

রাতের আঁধারে বাগানের সুপারি বাদুরে চোষে
নরম তালের আঁটি চুষতে গেলে বন্ধু আমারে দোষে।

১২♦গুণ
========

তোমার গুনের শেষ সীমা নাই কেবল আমারে দাও চাঁঠি
শুনেছি তুমি সকলেরে দাও বগলে রাখো পাটি।
____________________
টুঙ্গিপাড়া,