আজও আনমনে হেঁটে চলে যাই
স্মৃতির কপাট সোজা
তবুও চলে, তবুও চলে মনের ভেতরে
সাজানো প্রিয়কে খোঁজা।
হরতকি বন, বকুলের ঝোপ, গগনার বিল,
মাঠ ভরপুর খরা
ফুলে ও ফসলে, প্রেম ও প্রীতিতে
আজও পৃথিবীটা ভরা।


আজও ফুল তুলে মালা গাঁথি মনে
আজও তুলে দেই গলে
আজও চোখে চোখ পড়েনা পলক
আজও থাকি কুতুহলে।


সাজের আকাশে পাখি ওড়ে রোজ
ওঠে শুকতারা চাঁদ
নীড় খুঁজে চলে বিরহ বিরহী
খোঁজে জীবনের স্বাদ।


আজও রাত শেষে পাখি ডেকে ওঠে
ম'জিদে মোয়াজ্জিন
নিশ্চিত জানি,
ধরণীর কোলে বেড়ে ওঠা জনে
এনে দেবে শুভদিন।