কি আর করা।  বলনা লিখে যাই
এটা নিয়তির টান
তাই স্রষ্টার অদৃশ্য হাতে লিখি
শেষ প্রস্থানের গান।

লিখে যাই সেই প্রথম সকাল
লিখি পাখিদের সুর
আরো লিখে যাবো বিরহের জলে
ভালোবাসা কত দূর।

লিখি নীল জলে আঁখি টলমলে
হিরকের চিহ্ন আঁকা
প্রথম হতেই সৃষ্টিতে আজও
যেমন যেমন থাকা।

লিখি ফুল পাখি ভুলে যাই নাকি
আকাশ ও সূর্য তারা
মহাবিশ্বের অগুনতি সৃজন
সাগর জলের ধারা।

লিখি এলোমেলো মাথা ঘুরে এলো
হে আমার রাহমান
তোমার দানের শেষ দেখি নাই
এ আদমের সন্তান।

ক্ষমা কর তুমি ক্ষমা কর ভূমি
আর পারিনা সইতে
লিখে রাখি তাই যেখানে যা পাই
রহমতের বইতে।

ডাক যদি পাই চলে তো যাবোই
পারবো নাগো ফেরাতে
যত পাপ তাপ হয়েই  নিষ্পাপ
যেতে চাই আখিরাতে।
***************************
টুঙ্গিপাড়া,২৪/৫/২০