আলোকিত তিনি
বাস তার আত্মার গভীরে আমার,
তার সাথে বাহাসের পর
করেছে আত্মসমর্পণ
পরাজিত মনের আধার ...।


আমি চোখে দেখিনা কিছুই  
তিনিই দেখান পথ,
আমি কানে শুনিনা কিছু  
তিনিই শোনান
পৃথিবীর যাবতীয় মধুর সঙ্গীত,
সতর্কবাণী আর ক্ষমার শপথ ;


আমি বলতে পারিনা কিছু  
তিনিই বলেন সব,
আমার ঠোট শুধু নড়ে তারই ইঙ্গিতে;
আমার আড়ষ্ট জিহ্বা নড়ে চড়ে ওঠে,
তার ভ্রুকুটি ভঙ্গিতে...।


তার সাথে দেখা হয় পাঁচবার, প্রতিদিন,
আমি দেখিনা তাকে
তিনিই দেখেন ও দেখান আমায়;
প্রায়ই তার দেখানো পথ ভুলে
হাটি ভুলপথে,
কখনো ধ্রুবতারা হয়ে
তিনিই দেখান পথ,
অথবা জিপিএস হয়ে
পৌছে দেন বাড়ি, প্রত্যয়ের সাথে
অনড় শপথে...!


আমি অধম অর্বাচীন
নাটবল্টুহীন চাঁদের গাড়ি
নাখান্দা নালায়েক, তার প্রতি
কৃতজ্ঞতায় ন্যুয়ে পড়ি...।