পুনরায় আসবে কি শিশির
তোমার ঘরে ওহে হেমন্ত?
সাপেরা শঙ্খযোগিণী হয়ে
খেলবে কি প্রেমখেলা, পদ্মপাতার আড়ালে?


আমার অনুরাধা প্রেম
কি খেলা খেলে তোমার অন্তরে,
তা জানতে বড়ো ইচ্ছে হয়;
জৈষ্ঠের মধু মক্ষীকারা
কি মায়া ছোড়িয়ে দেয়, তোমার অন্তর্বাসে...
তা নিয়ে আমার কোন বিকার নেই;
আমার শুধু প্রেমটুকুই দরকার
ভাদ্রের তালপাখা প্রেম,
খিলিপানের রসসিক্ত প্রেম,
আচলের তলে কাঁচা মরিচ আর পান্তা প্রেম...।


ডিজিটাল আর মার্সিডিজ প্রেমে
আমার কোন বিকার নেই,
আমার শুধু প্রেমটুকুই দরকার;
তোমার ওষ্ঠে আমার তর্জনি ছোঁয়ানো প্রেম,
আষাড়ের বৃষ্টিতে তোমার ভেজা আচলে জড়ানো প্রেম,
চাঁদের জ্যোৎস্নায় মেঘের অতলে ভেসে যাওয়া প্রেম,
আরব্য রজণীর হাজার রাতের প্রেম,
আমার চোখে নেশা ধরানো প্রেম.…।


আমার শুধু প্রেমটুকুই দরকার...।