আমার শাখায় বুলবুলি নেই
আছে শুধুই কাক
স্লা আমি তো অবাক..।


আমার জালে খলসে নাচে
কোথায় বোয়াল কোথায় মাগুর
কোথায় শোলের ঝাক
স্লা আমি তো অবাক..।


আমার দেশে রক্ত চোষা বাদুরগুলো
দিনের বেলায় ঘুমিয়ে থাকে
রাত্রি এলেই শিকার ধরে উদর ভরে
সকাল হলেই উল্লুকে দেয় হাঁক
স্লা আমি তো অবাক..।


আমার আকাশ উদভ্রান্ত হলে
সাগর জলে তুফান ওঠে
ভেঙ্গে পড়ে ক্লান্ত নদীর বাঁক
স্লা আমি তো অবাক..।


আমার সময় হারিয়ে গেলে
সন্ধ্যা হলে ফিরতে হবে নিজ আলয়ে
জ্বালিয়ে বুকের পাঁজরগুলো
আর্তনাদের কষ্টগুলো আমার বুকেই থাক…।।