পাখী‘র চোখেও এখন আর দেখিনা তারে
নদীর ঘোলা জলে ঢেউ ভেঙ্গে পড়ে
আকাশে ঘুড়ির মতন লাল নীল আলো জ্বেলে
কতেক মানুষ উড়িয়েছে বেলুন ফানুস
তমাল গাছটি আর নেই, ভেসে গেছে কষ্টের নোনা জলে।


অশ্বত্থ পাকুড়ের ডালে
করিতেছে ঠোঁট লাল
এক এক একটি হরিয়াল
ভালোবাসা ভিজিতেছে নদীর জলে
উড়িতেছে বিরহী মনের অতলে।


ভালোবাসা উড়িতেছে গাঙ চিলের
রাঙা পায়ে পায়ে
অশান্ত নদীর কিনারে
তাহার মায়াবী চোখ আজ আর খোঁজে না আমারে
ও পাড়ে..., ঐ দূর গাঁয়ে।


সন্ধ্যা তারার চোখে চোখ রেখে
এখনো খুঁজি তারে কেটে যায় কত না সময়
লক্ষী পেঁচা ওড়ে মাথার উপরে অতনু সন্ধ্যায়
কত পাখি ঘরে ফেরে ক্লান্ত স্বরে ডেকে ডেকে
পাখিদের চোখে কত কিছু দেখি..., শুধু দেখিনা তারে।